প্রিন্ট এর তারিখঃ Jan 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Dec 30, 2025 ইং
বরিশালের সেই বিতর্কিত এডলিন বিশ্বাষ পুলিশের হাতে আটক

বরিশাল অফিস :
শিশু নির্যাতন মামলায় বিতর্কিত এডলিন বিশ্বাস নামে বরিশালে একজন খ্রীষ্টান নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
৩০ ডিসেম্বর বরিশাল কোতয়ালী মডেল থানার এসআই সাজ্জাদ তাকে ফজলুল হক এ্যাভিনিউ রোড এলাকা থেকে আটক করেছে।
থানা সুত্রে জানা গেছে,নগরীর পোর্ট রোডে একটি হোটেলে কর্মরত ময়িয়ম নামের এক শ্রমিকের কাছ থেকে এনজেল ওরফে মিম নামের একজন নারীকে দত্তক নিয়ে মেয়ে পরিচয়ে পড়াশোনা করার কথা বলে নির্যাতন ও খ্রীষ্টান বানানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঐ হোটেল শ্রমিকের মেয়েকে দত্তক নিয়েছে কথা ছিলো পড়াশোনা করাবে ।কিন্তু মিমকে নিয়ে এডলিন বিশ্বাষ খ্রিস্টান বানিয়েছে নোটারী করে। লেখা পড়া না করিয়ে মিমকে দিয়ে কাজ করায় ।মিম কাজ করবে না এজন্য নির্যাতন করেছে এডলিন বিশ্বাষ। মিম নির্যাতন সইতে না পেরে এডলিনের বাসা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাবার পরে মিম নিখোজ হয়েছে মর্মে থানায় লিখিত অভিযোগ করেন এডলিন বিশ্বাষ। পুলিশ মিম নামের মেয়েটিকে উদ্ধার করে আদালতে নিয়ে যায়।আদালতে ২২ ধারায় এডলিন বিশ্বাষের বিরুদ্ধে নির্যাতন ও খ্রীষ্টান বানানোর কথা বলে এনজেল ওরফে মিম।
আদালত মিমের অভিযোগ আমলে নিয়ে এডলিন বিশ্বাষকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ প্রদান করেন। আদালতের নির্দেশে এডলিনকে আটক করে পুলিশ।
এছাড়া এডলিন বিশ্বাষের বিরুদ্ধে মুসলিম নারীদের বিভিন্ন প্রলোভন দিয়ে খ্রীষ্টান বানানোর অভিযোগ রযেছে। এ ছাড়া এডলিন বিশ্বাষের বিরুদ্ধে শিল্পপতি, সরকারি ও বেসরকারী বহু কর্মকর্তাদের ব্লাকমেইলিং করে নগদটাকাসহ সহায় সম্পদ হাতিয়ে নেয়ার অভিযোগ রযেছে।
সম্পাদক ও সিইও: মামুনুর রশীদ নোমানী
বরিশাল খবর অফিস: সিএন্ডবি রোড, বরিশাল
ইমেইল:
nomanibsl@gmail.com
মোবাইল: 01713799669 / 01712596354
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি
© বরিশাল খবর সর্বস্ব সংরক্ষিত